সাভারে সোহেল হত্যা
প্রধান আসামি মানিক গ্রেপ্তার
সাভার প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
সাভারে সোহেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. মানিক মোল্লাকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মানিক রাজবাড়ী জেলার বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সোহেল হোসেনকে (৩০) বাড়ি থেকে ডেকে এনে সাভারের ডেল্টার মোড়ে একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর ফেলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর এ ঘটনায় একটি মামলা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

সাভারে সোহেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. মানিক মোল্লাকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মানিক রাজবাড়ী জেলার বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সোহেল হোসেনকে (৩০) বাড়ি থেকে ডেকে এনে সাভারের ডেল্টার মোড়ে একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর ফেলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর এ ঘটনায় একটি মামলা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।