কক্সবাজার বিমানবন্দর
রানওয়েতে বিমানের ধাক্কায় দুই গরুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানের পেছনের চাকার সঙ্গে দুটি গরু ধাক্কা খেয়ে মারা গেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ৯৪ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।
পরে বিজি-৪৩৮ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার আকাশে পৌঁছায়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের চাকায় কারিগরি ত্রুটি থাকার কথা জানিয়ে ২০ মিনিট ঢাকার আকাশে ঘুরে ৭টা ১০ মিনিটে বিমানটি বিশেষ সতর্কতার সঙ্গে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরু কীভাবে এলো, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিমানের ক্যাপ্টেন এ বিষয়ে রিপোর্ট দিলে কক্সবাজার বিমানবন্দর কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানের পেছনের চাকার সঙ্গে দুটি গরু ধাক্কা খেয়ে মারা গেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ৯৪ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।
পরে বিজি-৪৩৮ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার আকাশে পৌঁছায়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের চাকায় কারিগরি ত্রুটি থাকার কথা জানিয়ে ২০ মিনিট ঢাকার আকাশে ঘুরে ৭টা ১০ মিনিটে বিমানটি বিশেষ সতর্কতার সঙ্গে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরু কীভাবে এলো, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিমানের ক্যাপ্টেন এ বিষয়ে রিপোর্ট দিলে কক্সবাজার বিমানবন্দর কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’