আপনার ভাগ্য
| ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
নক্ষত্রের চত্বারির শতপদ চক্র বিচারে দেখা যায় চিকিৎসাক্ষেত্রে জাতকের কিছু অবদান সমাজে স্বীকৃত হবে। ওষুধ কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
পঞ্চস্বর মতে লোমপাদ চক্রে প্রতিপদে জাতকের বিপদের সমূহ সম্ভাবনা। অবৈধ উপার্জন সহকর্মীর বিশ্বাসঘাতকতায় জনসম্মুখে প্রকাশ পাবে।
মিথুন : ২১ মে-২০ জুন
অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী জাতকের মনোপীড়ার কারণ হবে। নিকট আত্মীয়ার অবৈধ মিলন আপনার নিকট প্রকাশ পাবে। সচেতন হোন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কেতুৎকৃষ্টদশা করোতি বিজয়, ভগবান পরাশরের মতে জাতকের বছরের শেষভাগে নানাবিধ কর্মাদির মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
কেন্দ্রেলাভত্রিকোণে বা শুভরাশৌ শুভেক্ষিতে জাতকের অতিসত্বর বিপরীত লিঙ্গের প্ররোচনায় সুখলাভের সম্ভাবনা। অনৈতিক হলে বিরত থাকুন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বুচবৃ বুবুরার দ-াদিক্রমে শৈত্যপ্রবাহের সম্ভাবনায় ফসলাদির ক্ষতির যোগ রয়েছে। গ্রাম্য কৃষি-অধিদপ্তরের পরামর্শে অগুর চন্দনের সাহায্য কাম্য।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতকের বিন্দুপাত ও রেখাপাতে বৃহস্পতিগ্রহের উত্তমাঙ্গে অবস্থানের ফলে বড় কোনো অর্থলগ্নিতে না যাওয়াই উত্তম। বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতকের জীবনের পাঁচটি রেখাপাতে দেখা যায় হঠাৎ কোনো বস্ত্রাদি সংক্রান্ত ব্যবসার যোগ রয়েছে। বিষয়টি আধুনিক ধারার ব্যবসার সঙ্গে সংযুক্ত।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতকের শুভ সংখ্যা ৪ (চার)। আশা করা যায় আপনি সহসা চারজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন। যা আপনার আরাদ্ধ বস্তু অর্জনে সহায়ক হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শনির উদয়কালীন গ্রহস্ফুটের ফলে জাতিকা বিবাহপূর্ব দৈহিক মিলনে অন্তঃসত্ত্বা হতে পারেন। গর্ভনিরোধক থাকলেও অনূঢ়ারা দৈহিক মিলনে যাবেন না।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রবির দ্বাদশাংশ মলিনশ্চপলঃ ও মঙ্গলগ্রহের লগ্নমান বিচারে জাতকের প্রবাসী বন্ধুর সাহায্যে বিপদমুক্ত হবেন, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
গজবাজি, ইষ্টসিদ্ধি সুখাবহা, জাতকের জীবনে একই সঙ্গে বেশ কয়েকটি শুভ সুযোগ ধরা দেবে। কোনটি আপনার জন্য সর্বাধিক উপকারের তা বেছে নিন।
শেয়ার করুন
| ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
নক্ষত্রের চত্বারির শতপদ চক্র বিচারে দেখা যায় চিকিৎসাক্ষেত্রে জাতকের কিছু অবদান সমাজে স্বীকৃত হবে। ওষুধ কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
পঞ্চস্বর মতে লোমপাদ চক্রে প্রতিপদে জাতকের বিপদের সমূহ সম্ভাবনা। অবৈধ উপার্জন সহকর্মীর বিশ্বাসঘাতকতায় জনসম্মুখে প্রকাশ পাবে।
মিথুন : ২১ মে-২০ জুন
অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী জাতকের মনোপীড়ার কারণ হবে। নিকট আত্মীয়ার অবৈধ মিলন আপনার নিকট প্রকাশ পাবে। সচেতন হোন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কেতুৎকৃষ্টদশা করোতি বিজয়, ভগবান পরাশরের মতে জাতকের বছরের শেষভাগে নানাবিধ কর্মাদির মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
কেন্দ্রেলাভত্রিকোণে বা শুভরাশৌ শুভেক্ষিতে জাতকের অতিসত্বর বিপরীত লিঙ্গের প্ররোচনায় সুখলাভের সম্ভাবনা। অনৈতিক হলে বিরত থাকুন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বুচবৃ বুবুরার দ-াদিক্রমে শৈত্যপ্রবাহের সম্ভাবনায় ফসলাদির ক্ষতির যোগ রয়েছে। গ্রাম্য কৃষি-অধিদপ্তরের পরামর্শে অগুর চন্দনের সাহায্য কাম্য।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতকের বিন্দুপাত ও রেখাপাতে বৃহস্পতিগ্রহের উত্তমাঙ্গে অবস্থানের ফলে বড় কোনো অর্থলগ্নিতে না যাওয়াই উত্তম। বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতকের জীবনের পাঁচটি রেখাপাতে দেখা যায় হঠাৎ কোনো বস্ত্রাদি সংক্রান্ত ব্যবসার যোগ রয়েছে। বিষয়টি আধুনিক ধারার ব্যবসার সঙ্গে সংযুক্ত।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতকের শুভ সংখ্যা ৪ (চার)। আশা করা যায় আপনি সহসা চারজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন। যা আপনার আরাদ্ধ বস্তু অর্জনে সহায়ক হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শনির উদয়কালীন গ্রহস্ফুটের ফলে জাতিকা বিবাহপূর্ব দৈহিক মিলনে অন্তঃসত্ত্বা হতে পারেন। গর্ভনিরোধক থাকলেও অনূঢ়ারা দৈহিক মিলনে যাবেন না।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রবির দ্বাদশাংশ মলিনশ্চপলঃ ও মঙ্গলগ্রহের লগ্নমান বিচারে জাতকের প্রবাসী বন্ধুর সাহায্যে বিপদমুক্ত হবেন, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
গজবাজি, ইষ্টসিদ্ধি সুখাবহা, জাতকের জীবনে একই সঙ্গে বেশ কয়েকটি শুভ সুযোগ ধরা দেবে। কোনটি আপনার জন্য সর্বাধিক উপকারের তা বেছে নিন।