সড়কে প্রাণ গেল মুক্তিযোদ্ধা এবং সাবেক ইউপি সদস্যের
ঝিনাইদহ ও মাদারীপুর প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে মোটরসাইকেল-গরুরগাড়ির মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক বিশ্বাস (৭২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তোজাম্মেল হক বাথানগাছী গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে।
এদিকে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ (৩৫) মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ডাসার উপজেলার শশীকর চৌমাথা মল্লিকবাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক। পথে একটি গরুরগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মান্দারবাড়িয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মাদারীপুরের ঘটনায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল এসে তার ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। সাবেক এই ইউপি সদস্য তার এলাকায় সুনামের সঙ্গে কাজ করেছিলেন। তাই এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিতোষের মৃত্যুতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈ গভীর শোক প্রকাশ করেন।
ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন, রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তার পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
ঝিনাইদহ ও মাদারীপুর প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে মোটরসাইকেল-গরুরগাড়ির মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক বিশ্বাস (৭২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তোজাম্মেল হক বাথানগাছী গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে।
এদিকে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ (৩৫) মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ডাসার উপজেলার শশীকর চৌমাথা মল্লিকবাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক। পথে একটি গরুরগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মান্দারবাড়িয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মাদারীপুরের ঘটনায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল এসে তার ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। সাবেক এই ইউপি সদস্য তার এলাকায় সুনামের সঙ্গে কাজ করেছিলেন। তাই এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিতোষের মৃত্যুতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈ গভীর শোক প্রকাশ করেন।
ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন, রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তার পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।