বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
আখাউড়া সীমান্তে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে যৌথ কুচকাওয়াজ হয়েছে। বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ কুচকাওয়াজে অংশ নেন।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় সীমান্তের জিরো পয়েন্টে বিকেল সাড়ে ৪টায় প্যারেড শুরু হয়। এরপর এক কমান্ডে চলে কুচকাওয়াজ। বিউগলের সুর আর রাষ্ট্রীয় সালামে নামানো হয় নিজ নিজ দেশের পতাকা।
পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে একটি গাছের চারা ও মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবিও বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেয়।
অনুষ্ঠান শেষে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি সুশান্ত কুমার নাথ সাংবাদিকদের বলেন, ‘১৯৬৫ সালের ১ ডিসেম্বর বিএসএফ প্রতিষ্ঠা হয়। এরপর থেকে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এটি আগামীতেও অটুট থাকবে। আমরা পরস্পরের ভাই হয়ে সীমান্তের সুরক্ষা নিশ্চিত করছি।’
শেয়ার করুন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে যৌথ কুচকাওয়াজ হয়েছে। বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ কুচকাওয়াজে অংশ নেন।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় সীমান্তের জিরো পয়েন্টে বিকেল সাড়ে ৪টায় প্যারেড শুরু হয়। এরপর এক কমান্ডে চলে কুচকাওয়াজ। বিউগলের সুর আর রাষ্ট্রীয় সালামে নামানো হয় নিজ নিজ দেশের পতাকা।
পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে একটি গাছের চারা ও মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবিও বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেয়।
অনুষ্ঠান শেষে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি সুশান্ত কুমার নাথ সাংবাদিকদের বলেন, ‘১৯৬৫ সালের ১ ডিসেম্বর বিএসএফ প্রতিষ্ঠা হয়। এরপর থেকে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এটি আগামীতেও অটুট থাকবে। আমরা পরস্পরের ভাই হয়ে সীমান্তের সুরক্ষা নিশ্চিত করছি।’