প্রাচ্যনাট স্কুলের নাটক ‘ময়ূখ’ মঞ্চস্থ
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে এনেছে নতুন নাটক ‘ময়ূখ’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর লেখা থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন এ সি এস জেম। নাটক মঞ্চায়নের আগে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
নির্দেশক জেম বলেন, ‘মূলত পাঁচটি খণ্ডনাটক নিয়ে এই নাট্য প্রযোজনাটি মঞ্চায়ন করা হয়েছে। যেখানে প্রথমটি ‘প্রত্যাবর্তন’ একটি যুদ্ধফেরত সৈনিকের গল্প। ‘বেকিং পাউডার’ এক ছোট্ট পরিবারের বোকামির গল্প। ‘প্রাণের চেয়ে প্রিয়’ বিদ্রোহী ফেরারি এক যুবক ও তার পরিবারের নিঃশেষ হওয়ার গল্প। ‘বাড়ি বিক্রি’ ক্রেতা ও বিক্রেতার চালাকির গল্প এবং ‘বানরের পা’ একটি সুন্দর পরিবারের আনন্দ, দুর্দশায় পরিণত হওয়ার গল্প।’
এই নাটকের সহকারী নির্দেশক শশাঙ্ক কুমার সাহা। কোরিওগ্রাফি পারভীন সুলতানা কলি। আবহ সংগীত গোপী দেবনাথ। অভিনয় করেছেন তমাল, সাইফুল ইসলাম, বুড়ি আলী, রিয়াদ তালুকদার, রাধে রায়, তালহা জুবায়ের, বাবুল ত্রয়া, জয়ন্ত, সাগর বড়–য়া, তানিশা, মারজানা, আমির, সালাউদ্দিন, অর্ণব, রুশো, ফকির বিপ্লব, রক্তিম, জান্নাতুন নূর মুন, রিফাত, কানন, নাঈম, আয়েশা, মারুফ প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে এনেছে নতুন নাটক ‘ময়ূখ’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর লেখা থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন এ সি এস জেম। নাটক মঞ্চায়নের আগে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
নির্দেশক জেম বলেন, ‘মূলত পাঁচটি খণ্ডনাটক নিয়ে এই নাট্য প্রযোজনাটি মঞ্চায়ন করা হয়েছে। যেখানে প্রথমটি ‘প্রত্যাবর্তন’ একটি যুদ্ধফেরত সৈনিকের গল্প। ‘বেকিং পাউডার’ এক ছোট্ট পরিবারের বোকামির গল্প। ‘প্রাণের চেয়ে প্রিয়’ বিদ্রোহী ফেরারি এক যুবক ও তার পরিবারের নিঃশেষ হওয়ার গল্প। ‘বাড়ি বিক্রি’ ক্রেতা ও বিক্রেতার চালাকির গল্প এবং ‘বানরের পা’ একটি সুন্দর পরিবারের আনন্দ, দুর্দশায় পরিণত হওয়ার গল্প।’
এই নাটকের সহকারী নির্দেশক শশাঙ্ক কুমার সাহা। কোরিওগ্রাফি পারভীন সুলতানা কলি। আবহ সংগীত গোপী দেবনাথ। অভিনয় করেছেন তমাল, সাইফুল ইসলাম, বুড়ি আলী, রিয়াদ তালুকদার, রাধে রায়, তালহা জুবায়ের, বাবুল ত্রয়া, জয়ন্ত, সাগর বড়–য়া, তানিশা, মারজানা, আমির, সালাউদ্দিন, অর্ণব, রুশো, ফকির বিপ্লব, রক্তিম, জান্নাতুন নূর মুন, রিফাত, কানন, নাঈম, আয়েশা, মারুফ প্রমুখ।