সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী
বিশ্বের মর্যাদার আসনে বাংলাদেশ
সুনামগঞ্জ প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
বাংলাদেশ এখন পৃথিবীতে মর্যাদার আসনে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, বাংলাদেশ একসময় ভিক্ষুক ও মিসকিন জাতি হিসেবে পরিচিত ছিল। পশ্চিমারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশের উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশের আয়োজন করা হয়।
শেয়ার করুন
সুনামগঞ্জ প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

বাংলাদেশ এখন পৃথিবীতে মর্যাদার আসনে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, বাংলাদেশ একসময় ভিক্ষুক ও মিসকিন জাতি হিসেবে পরিচিত ছিল। পশ্চিমারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশের উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশের আয়োজন করা হয়।
শেয়ার করুন