সিলেবাস ৩০ ভাগ করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাভার প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ঢাকার সাভারে এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সাভার থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারী করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যেই সিলেবাস ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়। তাই পুরো সিলেবাস থেকে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ঢাকার সাভারে এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সাভার থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারী করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যেই সিলেবাস ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়। তাই পুরো সিলেবাস থেকে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা।