দেশে সুপেয় পানির অভাব দূর করতে হবে : তাজুল
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
শিল্প কলকারখানার সঙ্গে পানির ব্যবস্থা না করলে ভবিষ্যতে সংকট হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশে সুপেয় পানির অভাব দূর করতে অভ্যন্তরীণ উৎসকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে সুপেয় পানির সরবরাহে ওয়াটার গ্রিডলাইন স্থাপনে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রাথমিক কাজ চলছে। দেশে যে হারে শিল্প কলকারখানা হচ্ছে সে হারে পানির ব্যবস্থা না হলে ভবিষ্যতে সংকট তৈরি হবে।’
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আইটিএন-বুয়েট আয়োজিত ‘শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের প্রসার এবং স্যানিটেশন উদ্ভাবন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দীন আহমদ ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ড. রোসান রাজ শ্রেষ্ঠা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

শিল্প কলকারখানার সঙ্গে পানির ব্যবস্থা না করলে ভবিষ্যতে সংকট হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশে সুপেয় পানির অভাব দূর করতে অভ্যন্তরীণ উৎসকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে সুপেয় পানির সরবরাহে ওয়াটার গ্রিডলাইন স্থাপনে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রাথমিক কাজ চলছে। দেশে যে হারে শিল্প কলকারখানা হচ্ছে সে হারে পানির ব্যবস্থা না হলে ভবিষ্যতে সংকট তৈরি হবে।’
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আইটিএন-বুয়েট আয়োজিত ‘শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের প্রসার এবং স্যানিটেশন উদ্ভাবন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দীন আহমদ ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ড. রোসান রাজ শ্রেষ্ঠা।