ডুয়েটে কভিড-১৯-এর টিকাদান কর্মসূচির উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কভিড-১৯-এর টিকাদান কর্মসূচির (১ম ডোজ) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
এই টিকাদান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী টিকার রেজিস্ট্রেশন করে এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারেননি তারা রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড ও প্রযোজ্য ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করেন। ডুয়েটের মেডিকেল সেন্টারের আয়োজনে গাজীপুর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি পালিত হয়।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কভিড-১৯-এর টিকাদান কর্মসূচির (১ম ডোজ) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
এই টিকাদান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী টিকার রেজিস্ট্রেশন করে এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারেননি তারা রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড ও প্রযোজ্য ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করেন। ডুয়েটের মেডিকেল সেন্টারের আয়োজনে গাজীপুর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি পালিত হয়।
শেয়ার করুন