শেওড়াপাড়ায় যুবক গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসার সামনে গুলিতে সজীব হোসেন লিংকন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় যুবলীগের কর্মী বলে জানিয়েছেন স্বজনরা।
গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সজীব বাসার সামনে মোটরসাইকেল রেখে গ্যারেজের গেট খোলার সময় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিঠে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুলসংলগ্ন ৮৮৭/২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন সজীব। যুবলীগের স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মী তিনি।
স্বজনদের দাবি, একই ভবনের অপর ফ্ল্যাটের মালিক মোহাম্মদ আলীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল সজীবের। মোহাম্মদ আলী একটি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির ড্রাইভার বলে পরিচয় দিত। তার কাছে সব সময় অস্ত্র থাকত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সজীব নামে এক যুবক গুলিতে আহত হওয়ার তথ্য পেয়েছি। এখনো এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। ভুক্তভোগী যুবকের পরিবার থেকে এখনো কোনো মামলাও করা হয়নি। ভুক্তভোগীর বাবা ও আত্মীয়স্বজন থানায় এলে আমরা মামলা নিয়ে নেব। তারা আহতের চিকিৎসা শেষে আসবে বলে জানিয়েছে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে তদন্তও শুরু করে দিয়েছি।’
তিনি বলেন, গুলি কে করেছে, কেন করেছে তা এখনো জানা যায়নি। আমরা কিছু তথ্য পাচ্ছি। সেগুলো যাচাইবাছাই চলছে।
আহতের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সে সরকারদলীয় সমর্থক। যুবলীগের পদপ্রত্যাশী।
আহত সজীবের খালাতো ভাই সাব্বির আহমেদ সুমন (রাহি) দেশ রূপান্তরকে জানান, রাতে বাসার সামনে মোটরসাইকেল রেখে গ্যারেজের গেট খুলছিল সজীব। তখন মোহাম্মদ আলী নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ওই বাসাটির চতুর্থ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকে সজীব। একই ভবনের দ্বিতীয় তলাতে থাকে মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভবনের ফ্ল্যাট নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে মামলাও হয়েছে। এরই জের ধরে রাতে মোহাম্মদ আলী একজন সঙ্গীসহ এসে সজীবকে লক্ষ্য করে ৬টি গুলি ছোড়ে। এর দু’টি গুলি তার ডান পায়ে ও একটি গুলি তার পিঠে লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছে। পিঠে আর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসার সামনে গুলিতে সজীব হোসেন লিংকন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় যুবলীগের কর্মী বলে জানিয়েছেন স্বজনরা।
গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সজীব বাসার সামনে মোটরসাইকেল রেখে গ্যারেজের গেট খোলার সময় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিঠে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুলসংলগ্ন ৮৮৭/২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন সজীব। যুবলীগের স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মী তিনি।
স্বজনদের দাবি, একই ভবনের অপর ফ্ল্যাটের মালিক মোহাম্মদ আলীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল সজীবের। মোহাম্মদ আলী একটি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির ড্রাইভার বলে পরিচয় দিত। তার কাছে সব সময় অস্ত্র থাকত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সজীব নামে এক যুবক গুলিতে আহত হওয়ার তথ্য পেয়েছি। এখনো এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। ভুক্তভোগী যুবকের পরিবার থেকে এখনো কোনো মামলাও করা হয়নি। ভুক্তভোগীর বাবা ও আত্মীয়স্বজন থানায় এলে আমরা মামলা নিয়ে নেব। তারা আহতের চিকিৎসা শেষে আসবে বলে জানিয়েছে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে তদন্তও শুরু করে দিয়েছি।’
তিনি বলেন, গুলি কে করেছে, কেন করেছে তা এখনো জানা যায়নি। আমরা কিছু তথ্য পাচ্ছি। সেগুলো যাচাইবাছাই চলছে।
আহতের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সে সরকারদলীয় সমর্থক। যুবলীগের পদপ্রত্যাশী।
আহত সজীবের খালাতো ভাই সাব্বির আহমেদ সুমন (রাহি) দেশ রূপান্তরকে জানান, রাতে বাসার সামনে মোটরসাইকেল রেখে গ্যারেজের গেট খুলছিল সজীব। তখন মোহাম্মদ আলী নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ওই বাসাটির চতুর্থ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকে সজীব। একই ভবনের দ্বিতীয় তলাতে থাকে মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভবনের ফ্ল্যাট নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে মামলাও হয়েছে। এরই জের ধরে রাতে মোহাম্মদ আলী একজন সঙ্গীসহ এসে সজীবকে লক্ষ্য করে ৬টি গুলি ছোড়ে। এর দু’টি গুলি তার ডান পায়ে ও একটি গুলি তার পিঠে লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছে। পিঠে আর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।