প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১ ডিসেম্বর দেশ রূপান্তরের তৃতীয় পাতায় প্রকাশিত ‘লিফটের টাকা কর্মকর্তাদের পকেটে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও উপাচার্যের পিএস এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের ১৫টি লিফট বসানোর পর চালুর দুই সপ্তাহ না যেতেই প্রায় অকেজো।’ প্রকৃতপক্ষে প্রতিটি লিফটই সচল রয়েছে। তবে ভবনে প্রচুর ডাস্ট থাকার কারণে মাঝে মাঝে সেন্সরে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ডাস্ট পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদে দেওয়া তথ্য সঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য : উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদনটি তৈরি করা হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
শেয়ার করুন

গত ১ ডিসেম্বর দেশ রূপান্তরের তৃতীয় পাতায় প্রকাশিত ‘লিফটের টাকা কর্মকর্তাদের পকেটে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও উপাচার্যের পিএস এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের ১৫টি লিফট বসানোর পর চালুর দুই সপ্তাহ না যেতেই প্রায় অকেজো।’ প্রকৃতপক্ষে প্রতিটি লিফটই সচল রয়েছে। তবে ভবনে প্রচুর ডাস্ট থাকার কারণে মাঝে মাঝে সেন্সরে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ডাস্ট পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদে দেওয়া তথ্য সঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য : উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদনটি তৈরি করা হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
শেয়ার করুন