চট্টগ্রামে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
চট্টগ্রাম ব্যুরো | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চট্টগ্রামে বিভিন্ন স্কুল-কলেজের ১২৫ শিক্ষার্থী নিয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন। শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি এ সম্মেলনের আয়োজন করেছে। দৃষ্টি চিটাগাং জুনিয়র মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স (ডিসিজেএমইউএন) ২০২১ শিরোনামে এ সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছায়া কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ^বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা বলছেন, জাতিসংঘ সম্মেলনের আদলে এ ছায়া সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক দক্ষতা, দূতিয়ালি যোগাযোগ ও জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বুধবার রাতে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত প্রমুখ।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চট্টগ্রামে বিভিন্ন স্কুল-কলেজের ১২৫ শিক্ষার্থী নিয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন। শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি এ সম্মেলনের আয়োজন করেছে। দৃষ্টি চিটাগাং জুনিয়র মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স (ডিসিজেএমইউএন) ২০২১ শিরোনামে এ সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছায়া কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ^বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা বলছেন, জাতিসংঘ সম্মেলনের আদলে এ ছায়া সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক দক্ষতা, দূতিয়ালি যোগাযোগ ও জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বুধবার রাতে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত প্রমুখ।