সম্রাটের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাজধানীর পল্টন এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ মো. মেহেদী আলম (৪২) ও তার সহযোগী যুবরাজ খানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, মেহেদী শীর্ষ সন্ত্রাসী এবং যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটের অন্যতম সহযোগী ছিলেন।
র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) ফারজানা হক জানান, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে। এ বিষয়ে র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে পরে শীর্ষ সন্ত্রাসী মেহেদী এবং তার সহযোগী যুবরাজকে গ্রেপ্তার কেেত সক্ষম হয়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাজধানীর পল্টন এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ মো. মেহেদী আলম (৪২) ও তার সহযোগী যুবরাজ খানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, মেহেদী শীর্ষ সন্ত্রাসী এবং যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটের অন্যতম সহযোগী ছিলেন।
র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) ফারজানা হক জানান, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে। এ বিষয়ে র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে পরে শীর্ষ সন্ত্রাসী মেহেদী এবং তার সহযোগী যুবরাজকে গ্রেপ্তার কেেত সক্ষম হয়।
শেয়ার করুন