‘নাড়িসূত্র’ প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ঢাকার ধানমণ্ডির ইএমকে সেন্টারে শুরু হয়েছে শিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘নাড়িসূত্রÑ দ্য রুটস অফ দ্য সেলফ’। গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীতে তরুণ এই শিল্পীর বাছাই করা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তবে শুক্রবারসহ জাতীয় ছুটির দিনগুলোতে গ্যালারি বন্ধ থাকবে।
জিন্নাতুন জান্নাতের চিত্রকর্মে বলিষ্ঠ রেখা ও রঙের ব্যবহারে বাংলার চিত্রকলার দেশজ ঐতিহ্যের অনুপ্রেরণা সবারই নজর কাড়বে। তরুণ এ শিল্পীর কাজে একজন নারী হিসেবে নিজের ‘সত্তা’ আর সমাজের সাপেক্ষে নিজের ‘সামাজিক সত্তার’ মধ্যকার বোঝাপড়ার প্রয়াস লক্ষ করা যায়। ‘নাড়িসূত্র’ সিরিজটি আকুলতার কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই মানুষের ‘সত্তা’ ও ‘সামাজিক সত্তা’-এর মাঝের সংযোগকে ধরার চেষ্টা করে। প্রতিটি শিল্পকর্মের শূন্যস্থানগুলো এক ধরনের ‘ফরমাল অ্যারেঞ্জমেন্ট’ পরিচালনা করে।
প্রদর্শনীর বিষয়ে শিল্পী জিন্নাতুন জান্নাত বলেন, “নাড়িসূত্র-এর শিল্পকর্মগুলো অনেকটাই আমার স্বতন্ত্র চেতনা ও আমার ‘আমি’ ধারণা নিয়ে। এখানে শিল্পের মাধ্যমে আমি নিজের ভেতরে গিয়ে নিজেকে চেনার চেষ্টা করেছি।”
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ঢাকার ধানমণ্ডির ইএমকে সেন্টারে শুরু হয়েছে শিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘নাড়িসূত্রÑ দ্য রুটস অফ দ্য সেলফ’। গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীতে তরুণ এই শিল্পীর বাছাই করা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তবে শুক্রবারসহ জাতীয় ছুটির দিনগুলোতে গ্যালারি বন্ধ থাকবে।
জিন্নাতুন জান্নাতের চিত্রকর্মে বলিষ্ঠ রেখা ও রঙের ব্যবহারে বাংলার চিত্রকলার দেশজ ঐতিহ্যের অনুপ্রেরণা সবারই নজর কাড়বে। তরুণ এ শিল্পীর কাজে একজন নারী হিসেবে নিজের ‘সত্তা’ আর সমাজের সাপেক্ষে নিজের ‘সামাজিক সত্তার’ মধ্যকার বোঝাপড়ার প্রয়াস লক্ষ করা যায়। ‘নাড়িসূত্র’ সিরিজটি আকুলতার কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই মানুষের ‘সত্তা’ ও ‘সামাজিক সত্তা’-এর মাঝের সংযোগকে ধরার চেষ্টা করে। প্রতিটি শিল্পকর্মের শূন্যস্থানগুলো এক ধরনের ‘ফরমাল অ্যারেঞ্জমেন্ট’ পরিচালনা করে।
প্রদর্শনীর বিষয়ে শিল্পী জিন্নাতুন জান্নাত বলেন, “নাড়িসূত্র-এর শিল্পকর্মগুলো অনেকটাই আমার স্বতন্ত্র চেতনা ও আমার ‘আমি’ ধারণা নিয়ে। এখানে শিল্পের মাধ্যমে আমি নিজের ভেতরে গিয়ে নিজেকে চেনার চেষ্টা করেছি।”