ভাসানচর পরিদর্শন জাতিসংঘ প্রতিনিধিদলের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছে জাতিসংঘের ‘স্পেশাল টিম’। গত বৃহস্পতিবার ও শুক্রবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের খোঁজখবর নেন।
দুপুরে ইউএনএইচসিআরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তারা ফিরে যান।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ার কবীর দেশ রূপান্তরকে বলেন, নৌবাহিনীর জাহাজ ‘ডলফিন’-এ ভাসানচর পৌঁছলে ১২ সদস্যের জাতিসংঘ প্রতিনিধদলকে নৌবাহিনী, এনএসআই, এপিবিএন ও পুলিশ কর্মকর্তারা স্বাগত জানান। তিনি এবং পুলিশ সূত্র আরও জানান, ভাসানচরে আগে থেকে থাকা ১৪ কর্মকর্তা এ দলে যোগ দেওয়ায় প্রতিনিধিদলের সদস্য সংখ্যা হয় ২৬। সূত্রগুলো আরও জানান সফররত জাতিসংঘ প্রতিনিধিদল রোহিঙ্গা পুনর্বাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
শেয়ার করুন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছে জাতিসংঘের ‘স্পেশাল টিম’। গত বৃহস্পতিবার ও শুক্রবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের খোঁজখবর নেন।
দুপুরে ইউএনএইচসিআরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তারা ফিরে যান।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ার কবীর দেশ রূপান্তরকে বলেন, নৌবাহিনীর জাহাজ ‘ডলফিন’-এ ভাসানচর পৌঁছলে ১২ সদস্যের জাতিসংঘ প্রতিনিধদলকে নৌবাহিনী, এনএসআই, এপিবিএন ও পুলিশ কর্মকর্তারা স্বাগত জানান। তিনি এবং পুলিশ সূত্র আরও জানান, ভাসানচরে আগে থেকে থাকা ১৪ কর্মকর্তা এ দলে যোগ দেওয়ায় প্রতিনিধিদলের সদস্য সংখ্যা হয় ২৬। সূত্রগুলো আরও জানান সফররত জাতিসংঘ প্রতিনিধিদল রোহিঙ্গা পুনর্বাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।