কক্সবাজারে হোটেলে পর্যটকের লাশ
কক্সবাজার প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সঞ্জয়ের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী আলম গেস্ট হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছেন পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, সঙ্গে থাকা এক তরুণীকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শেয়ার করুন
কক্সবাজার প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সঞ্জয়ের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী আলম গেস্ট হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছেন পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, সঙ্গে থাকা এক তরুণীকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শেয়ার করুন