যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ময়মনসিংহের ত্রিশালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে-অর্থায়নে হয়ে গেল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। গত শুক্রবার সকালে ত্রিশাল কোনাবাখাইল পেঁচপাড়া উম্মে কুলসুম নুরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ইসি ও ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
যমুনা ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় গাজীপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন।
ক্যাম্পে ডায়াবেটিস, চক্ষু, গাইনি ও শিশুরোগসহ এলাকার পাঁচ হাজার গরিব মানুষের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪০০ জনকে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ময়মনসিংহের ত্রিশালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে-অর্থায়নে হয়ে গেল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। গত শুক্রবার সকালে ত্রিশাল কোনাবাখাইল পেঁচপাড়া উম্মে কুলসুম নুরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ইসি ও ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
যমুনা ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় গাজীপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন।
ক্যাম্পে ডায়াবেটিস, চক্ষু, গাইনি ও শিশুরোগসহ এলাকার পাঁচ হাজার গরিব মানুষের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪০০ জনকে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি