আপনার ভাগ্য
| ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজে বিশেষ করে পারিবারিক সম্পত্তির সুষম বণ্টনে সাফল্য লাভ করবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এ-সপ্তাহটা মঙ্গলগ্রহের জন্মলগ্নে অবস্থানের ফলে আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না। সাথী জুটবেই।
মিথুন : ২১ মে-২০ জুন
আপনার এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গললগ্ন আপনাকে সংসারের জাগতিক কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
নিষ্ক্রিয় মঙ্গল এর ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। সাবধানে থাকবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় জাতকের আধ্যাত্মিক কোনো গুরুর সান্নিধ্যে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনি রাহুর ত্রিপাদৃষ্টি গোচর হয়েছেন, শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। ভাজাপোড়া জাতীয় খাদ্য পরিহার করুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
দশমে রবির অবস্থান, ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়ার বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জন্মকু-লীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে ধনু জাতকের রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কারক কু-লীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো সম্পদ হাতছাড়া হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণের পরামর্শ গ্রহণ করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে আদিরস আস্বাদনে জড়িয়ে যায়
শেয়ার করুন
| ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজে বিশেষ করে পারিবারিক সম্পত্তির সুষম বণ্টনে সাফল্য লাভ করবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এ-সপ্তাহটা মঙ্গলগ্রহের জন্মলগ্নে অবস্থানের ফলে আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না। সাথী জুটবেই।
মিথুন : ২১ মে-২০ জুন
আপনার এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গললগ্ন আপনাকে সংসারের জাগতিক কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
নিষ্ক্রিয় মঙ্গল এর ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। সাবধানে থাকবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় জাতকের আধ্যাত্মিক কোনো গুরুর সান্নিধ্যে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনি রাহুর ত্রিপাদৃষ্টি গোচর হয়েছেন, শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। ভাজাপোড়া জাতীয় খাদ্য পরিহার করুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
দশমে রবির অবস্থান, ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়ার বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জন্মকু-লীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে ধনু জাতকের রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কারক কু-লীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো সম্পদ হাতছাড়া হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণের পরামর্শ গ্রহণ করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে আদিরস আস্বাদনে জড়িয়ে যায়
শেয়ার করুন