চাঁদাবাজির প্রতিবাদ
পুরান ঢাকার ব্যবসায়ীদের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চাঁদাবাজির প্রতিবাদে পুরান ঢাকার নয়াবাজার নওয়াব ইউসুফ মার্কেট দোকানপার্ট বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। গতকাল চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করলে সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা।
ব্যবসায়ীরা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ইজারা শর্তে উল্লেখ আছে নির্ধারিত রসিদের মাধ্যমে সীমিত আকারে টোল আদায় করা যাবে। কিন্তু ব্যবসায়ীরা ইজারা টোলের সিøপ চাইলে ইজারা কর্তৃপক্ষের লোকজন মাছ ও ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি ও দোকান উচ্ছেদের হুমকি দেয়। তাদের খেয়াল খুশিমতো টাকা আদায় করে থাকে। এ নিয়ে টোল আদায়কারীদের সঙ্গে তাদের অসন্তোষ দেখা দেয়। প্রতিবাদে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চাঁদাবাজির প্রতিবাদে পুরান ঢাকার নয়াবাজার নওয়াব ইউসুফ মার্কেট দোকানপার্ট বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। গতকাল চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করলে সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা।
ব্যবসায়ীরা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ইজারা শর্তে উল্লেখ আছে নির্ধারিত রসিদের মাধ্যমে সীমিত আকারে টোল আদায় করা যাবে। কিন্তু ব্যবসায়ীরা ইজারা টোলের সিøপ চাইলে ইজারা কর্তৃপক্ষের লোকজন মাছ ও ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি ও দোকান উচ্ছেদের হুমকি দেয়। তাদের খেয়াল খুশিমতো টাকা আদায় করে থাকে। এ নিয়ে টোল আদায়কারীদের সঙ্গে তাদের অসন্তোষ দেখা দেয়। প্রতিবাদে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা।
শেয়ার করুন