ইসলামি বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ইবি প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশীদের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত তিন সদস্যের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ক্যাম্পাসে এসে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ইবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। প্রায় দুই বছর পাঁচ মাস পর এ কমিটি বিলুপ্ত করা হলো।
শেয়ার করুন
ইবি প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশীদের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত তিন সদস্যের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ক্যাম্পাসে এসে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ইবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। প্রায় দুই বছর পাঁচ মাস পর এ কমিটি বিলুপ্ত করা হলো।