বৈদ্যুতিক খুঁটি ভেঙে আহত ৩
গাজীপুর প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
গাজীপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের মেরামতের কাজ করার সময় ৫টি খুঁটি মহাসড়কে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মহানগরীর পেয়ারা বাগান ভোগড়া বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম টেকনিক্যাল মো. জাহিদুল ইসলাম জানান, ওই এলাকায় শনিবার পল্লীবিদ্যুতের পাঁচটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মানিকগঞ্জ প্রকৌশলী’-এ কাজটি করছিল। নতুন ৩৩/১১ কেবি লাইন টানানোর সময় দুর্ঘটনাবশত রাস্তার ওপর খুঁটিগুলো ভেঙে পড়ে। এতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন শ্রমিকও আহত হয়েছে।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

গাজীপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের মেরামতের কাজ করার সময় ৫টি খুঁটি মহাসড়কে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মহানগরীর পেয়ারা বাগান ভোগড়া বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম টেকনিক্যাল মো. জাহিদুল ইসলাম জানান, ওই এলাকায় শনিবার পল্লীবিদ্যুতের পাঁচটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মানিকগঞ্জ প্রকৌশলী’-এ কাজটি করছিল। নতুন ৩৩/১১ কেবি লাইন টানানোর সময় দুর্ঘটনাবশত রাস্তার ওপর খুঁটিগুলো ভেঙে পড়ে। এতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন শ্রমিকও আহত হয়েছে।
শেয়ার করুন