আপনার ভাগ্য
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজে সাফল্য লাভ করবেন। সম্ভবত চাকরি ক্ষেত্রে সফল হবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গল লগ্ন আপনাকে কোনো শৈল্পিক তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি জীবিকায় প্রলুব্ধ করবে।
মিথুন : ২১ মে-২০ জুন
আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের মাঝামাঝি সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
নিষ্ক্রিয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনি রাহুর ত্রিপাদদৃষ্টি গোচর হয়েছেন, শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার স্নেহ জাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন। ভালো হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
দশমে রবির অবস্থান ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে নিকটাত্মীয়ের বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জন্মকু-লীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কারক কুন্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।
শেয়ার করুন
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজে সাফল্য লাভ করবেন। সম্ভবত চাকরি ক্ষেত্রে সফল হবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গল লগ্ন আপনাকে কোনো শৈল্পিক তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি জীবিকায় প্রলুব্ধ করবে।
মিথুন : ২১ মে-২০ জুন
আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের মাঝামাঝি সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
নিষ্ক্রিয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনি রাহুর ত্রিপাদদৃষ্টি গোচর হয়েছেন, শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার স্নেহ জাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন। ভালো হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
দশমে রবির অবস্থান ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে নিকটাত্মীয়ের বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জন্মকু-লীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কারক কুন্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।