বোর্ড অব ট্রাস্টিজ সদস্যদের ফের দুদকের তলব
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে ফের দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। তারা হলেন এমএ কাসেম, মোহাম্মদ শাহজাহান, রেহেনা রহমান, বেনজীর আহমেদ, আজিজ আল কায়সার টিটো ও আজিম উদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কম দামের জমি বেশি দামে কিনে শত কোটি টাকা লোপাট, বিধিবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠনসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুদক। এর আগেও দুদক তাদের তলব করলেও নানা অজুহাতে সাড়া দেননি। কেউ আইনজীবীর মাধ্যমে অসুস্থতার অজুহাত দেখিয়েছেন। কেউ বার্ধক্যজনিত কারণে বিশ্রামে আছেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন। আবার কেউ সময় চেয়ে আবেদন করেন।
এদিকে দুদকের তলব করা নোটিসে বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী-স্বজনদের চাকরি দেওয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয় ও অবৈধভাবে বিলাসবহুল গাড়ির ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের বিরুদ্ধে এ নোটিস জারি করা হলো।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
নোটিস অনুযায়ী, আজ বৃহস্পতিবার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাসেম ও মোহাম্মদ শাহজাহানকে দুদকে আসার জন্য ডাকা হয়েছে। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে আগামী ২৪ জানুয়ারি এবং আজিজ আল কায়সার টিটো ও আজিম উদ্দিন আহমেদকে ২৬ জানুয়ারি দুদকে ডাকা হয়েছে। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়। গতকাল বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিকে অভিযুক্ত ট্রাস্টিজের বিভিন্ন অনিয়মের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালক ওমর ফারুখ স্বাক্ষরিত চিঠিতে প্রত্যেককে আলাদাভাবে সিটিং অ্যালাউন্স দুর্নীতি, জমি ক্রয় দুর্নীতি, অতিরিক্ত ছাত্রভর্তি, বিশ্ববিদ্যালয়ের টাকায় বিলাসবহুল গাড়ি, অনুমোদনহীন বিভাগ পরিচালনাসহ অন্যান্য বিষয় নিয়ে করা মোট ২৩টি অভিযোগের জবাব পাঁচ দিনের মধ্যে দিতে বলা হলেও অভিযুক্তরা এখন পর্যন্ত কোনো কিছুই জমা দেননি বলে ইউজিসি সূত্রে জানা গেছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে ফের দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। তারা হলেন এমএ কাসেম, মোহাম্মদ শাহজাহান, রেহেনা রহমান, বেনজীর আহমেদ, আজিজ আল কায়সার টিটো ও আজিম উদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কম দামের জমি বেশি দামে কিনে শত কোটি টাকা লোপাট, বিধিবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠনসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুদক। এর আগেও দুদক তাদের তলব করলেও নানা অজুহাতে সাড়া দেননি। কেউ আইনজীবীর মাধ্যমে অসুস্থতার অজুহাত দেখিয়েছেন। কেউ বার্ধক্যজনিত কারণে বিশ্রামে আছেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন। আবার কেউ সময় চেয়ে আবেদন করেন।
এদিকে দুদকের তলব করা নোটিসে বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী-স্বজনদের চাকরি দেওয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয় ও অবৈধভাবে বিলাসবহুল গাড়ির ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের বিরুদ্ধে এ নোটিস জারি করা হলো।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
নোটিস অনুযায়ী, আজ বৃহস্পতিবার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাসেম ও মোহাম্মদ শাহজাহানকে দুদকে আসার জন্য ডাকা হয়েছে। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে আগামী ২৪ জানুয়ারি এবং আজিজ আল কায়সার টিটো ও আজিম উদ্দিন আহমেদকে ২৬ জানুয়ারি দুদকে ডাকা হয়েছে। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়। গতকাল বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিকে অভিযুক্ত ট্রাস্টিজের বিভিন্ন অনিয়মের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালক ওমর ফারুখ স্বাক্ষরিত চিঠিতে প্রত্যেককে আলাদাভাবে সিটিং অ্যালাউন্স দুর্নীতি, জমি ক্রয় দুর্নীতি, অতিরিক্ত ছাত্রভর্তি, বিশ্ববিদ্যালয়ের টাকায় বিলাসবহুল গাড়ি, অনুমোদনহীন বিভাগ পরিচালনাসহ অন্যান্য বিষয় নিয়ে করা মোট ২৩টি অভিযোগের জবাব পাঁচ দিনের মধ্যে দিতে বলা হলেও অভিযুক্তরা এখন পর্যন্ত কোনো কিছুই জমা দেননি বলে ইউজিসি সূত্রে জানা গেছে।