পরিবহন শ্রমিকদের টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
করোনা সংক্রমণ রোধে পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এ দিনে ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
পরিবহন শ্রমিকদের টিকা কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হলো। শিগগিরই সবাইকে আমরা টিকার আওতায় নিয়ে আসব। এখন পর্যন্ত ৯০০ জনের তালিকা আমাদের হাতে এসেছে। আমাদের টিকার কোনো সংকট নেই।
ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফী বলেন, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনে ২০০ পরিবহন শ্রমিককে টিকা দেওয়া হয়।
সংক্রমণ ঠেকাতে সম্প্রতি সরকার ১১ দফা নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, গণপরিবহন ও হোটেল-রেস্তোরাঁয় সেবাপ্রার্থীদের টিকা সনদ নিয়ে যেতে হবে। তবে এখন পর্যন্ত গণপরিবহনের কত শতাংশ কর্মী টিকা নিয়েছেন, সেই পরিসংখ্যানই সংশ্লিষ্টদের কাছে নেই। এ অবস্থায় এ খাতের যারা টিকা নেননি, তাদের অগ্রাধিকারের আওতায় এনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
শ্রমিক সংগঠনগুলোর মতে, সড়ক পরিবহন খাতে শ্রমিক প্রায় ৫০ লাখ। এর সঙ্গে যানবাহন মেরামতসহ নানা কাজে যুক্ত শ্রমিক আছেন আরও প্রায় ২০ লাখ। সব মিলিয়ে পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে শুধু যাত্রীবাহী বাসের শ্রমিকের সংখ্যা ১০ লাখের মতো।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

করোনা সংক্রমণ রোধে পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এ দিনে ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
পরিবহন শ্রমিকদের টিকা কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হলো। শিগগিরই সবাইকে আমরা টিকার আওতায় নিয়ে আসব। এখন পর্যন্ত ৯০০ জনের তালিকা আমাদের হাতে এসেছে। আমাদের টিকার কোনো সংকট নেই।
ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফী বলেন, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনে ২০০ পরিবহন শ্রমিককে টিকা দেওয়া হয়।
সংক্রমণ ঠেকাতে সম্প্রতি সরকার ১১ দফা নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, গণপরিবহন ও হোটেল-রেস্তোরাঁয় সেবাপ্রার্থীদের টিকা সনদ নিয়ে যেতে হবে। তবে এখন পর্যন্ত গণপরিবহনের কত শতাংশ কর্মী টিকা নিয়েছেন, সেই পরিসংখ্যানই সংশ্লিষ্টদের কাছে নেই। এ অবস্থায় এ খাতের যারা টিকা নেননি, তাদের অগ্রাধিকারের আওতায় এনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
শ্রমিক সংগঠনগুলোর মতে, সড়ক পরিবহন খাতে শ্রমিক প্রায় ৫০ লাখ। এর সঙ্গে যানবাহন মেরামতসহ নানা কাজে যুক্ত শ্রমিক আছেন আরও প্রায় ২০ লাখ। সব মিলিয়ে পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে শুধু যাত্রীবাহী বাসের শ্রমিকের সংখ্যা ১০ লাখের মতো।