টেকনাফে চার কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে সাড়ে ৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপসংলগ্ন জলসীমায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাচারকারীরা জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদক বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।
শেয়ার করুন
কক্সবাজার প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে সাড়ে ৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপসংলগ্ন জলসীমায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাচারকারীরা জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদক বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।
শেয়ার করুন