জাতীয় নৃত্য উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্য উৎসব’। গতকাল বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ৭৫টি মৌলিক নতুন নৃত্য নিয়ে উৎসবে অংশ নিচ্ছে দেশের ৭৫টি নৃত্যদল। এর মধ্যে প্রথম দিনের পরিবেশনায় অংশ নিয়েছেন ২২টি দলের শিল্পীরা।
উৎসবের আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি জানায়, ‘৭৫টি মৌলিক নতুন নৃত্য সৃজনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কয়েক বছর ধরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যেখানে দেশের প্রথিতযশা নৃত্য পরিচালকসহ নবীন নৃত্য পরিচালকদেরও কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ৭৫টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছেন। আবার কোনো কোনো দলে ২০-৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছেন। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠপোষকতা করেছে। নতুন নৃত্য প্রযোজনা নির্মাণের জন্য ৭৫টি দলের মধ্যে ৫০টি দলকে এক লাখ টাকা এবং ২৫টি দলকে ৮০ হাজার করে ৭০ লাখ টাকা অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘করোনাকালেও দেশের সংস্কৃতি অঙ্গন সচল রাখার চেষ্টা করেছি আমরা। জাতীয় নৃত্য উৎসবে ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দলসহ ৭৫টি নৃত্যদল অংশগ্রহণ করেছে, যেখানে নৃত্যশিল্পীদের বেশির ভাগই নবীন। এই নবীনদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটেছে।’
উদ্বোধনী পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্য উৎসব’। গতকাল বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ৭৫টি মৌলিক নতুন নৃত্য নিয়ে উৎসবে অংশ নিচ্ছে দেশের ৭৫টি নৃত্যদল। এর মধ্যে প্রথম দিনের পরিবেশনায় অংশ নিয়েছেন ২২টি দলের শিল্পীরা।
উৎসবের আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি জানায়, ‘৭৫টি মৌলিক নতুন নৃত্য সৃজনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কয়েক বছর ধরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যেখানে দেশের প্রথিতযশা নৃত্য পরিচালকসহ নবীন নৃত্য পরিচালকদেরও কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ৭৫টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছেন। আবার কোনো কোনো দলে ২০-৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছেন। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠপোষকতা করেছে। নতুন নৃত্য প্রযোজনা নির্মাণের জন্য ৭৫টি দলের মধ্যে ৫০টি দলকে এক লাখ টাকা এবং ২৫টি দলকে ৮০ হাজার করে ৭০ লাখ টাকা অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘করোনাকালেও দেশের সংস্কৃতি অঙ্গন সচল রাখার চেষ্টা করেছি আমরা। জাতীয় নৃত্য উৎসবে ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দলসহ ৭৫টি নৃত্যদল অংশগ্রহণ করেছে, যেখানে নৃত্যশিল্পীদের বেশির ভাগই নবীন। এই নবীনদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটেছে।’
উদ্বোধনী পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।