মির্জা আব্বাস বললেন
আ.লীগ স্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
আওয়ামী লীগ স্থায়ীভাবে ক্ষমতায় থাকায় চেষ্টা করছে, যা বাংলার ছেলেরা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইসি গঠনের আইন পাস করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজকে দেখলাম খুব অজ্ঞানী এক লোক, উনি পাকা পাকা ভাষায় কথা বলেন। ইঁচরে পাকা একটা ছেলে হাছান মাহমুদ নাকি তার নাম। সে বলতেছে, বিএনপি বোঝে নাই, আমরা কী করতে যাচ্ছি। আপনারা কী করতে যাচ্ছেন, বিএনপি খুব ভালো বুঝেছে। আপনারা বাকশালকে পুনঃপ্রবর্তন করতে চাচ্ছেন। এটা বিএনপি খুব ভালোই বোঝে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

আওয়ামী লীগ স্থায়ীভাবে ক্ষমতায় থাকায় চেষ্টা করছে, যা বাংলার ছেলেরা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইসি গঠনের আইন পাস করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজকে দেখলাম খুব অজ্ঞানী এক লোক, উনি পাকা পাকা ভাষায় কথা বলেন। ইঁচরে পাকা একটা ছেলে হাছান মাহমুদ নাকি তার নাম। সে বলতেছে, বিএনপি বোঝে নাই, আমরা কী করতে যাচ্ছি। আপনারা কী করতে যাচ্ছেন, বিএনপি খুব ভালো বুঝেছে। আপনারা বাকশালকে পুনঃপ্রবর্তন করতে চাচ্ছেন। এটা বিএনপি খুব ভালোই বোঝে।’
শেয়ার করুন