উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২৭ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ সেøাগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৬৪ জেলায় একযোগে আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’। পাঁচ দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সোহরাব হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দেশের আবৃত্তি শিল্পীদের সর্ববৃহৎ এই আয়োজন। উৎসবে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক’। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’। দেশের ৬৪ জেলার চার হাজারের বেশি আবৃত্তিকর্মী অংশ নেবেন উৎসবে। ২৭ জানুয়ারি উদ্বোধনী আয়োজনটি হবে ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন ও পদক দেবেন প্রধানমন্ত্রী।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ সেøাগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৬৪ জেলায় একযোগে আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’। পাঁচ দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সোহরাব হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দেশের আবৃত্তি শিল্পীদের সর্ববৃহৎ এই আয়োজন। উৎসবে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক’। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’। দেশের ৬৪ জেলার চার হাজারের বেশি আবৃত্তিকর্মী অংশ নেবেন উৎসবে। ২৭ জানুয়ারি উদ্বোধনী আয়োজনটি হবে ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন ও পদক দেবেন প্রধানমন্ত্রী।