বাগেরহাটে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার মানসা বাহিদিয়া ইউনিয়নের হোচলা গ্রামে এই হত্যাকা- ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মধু বাগচী (৩৪)। তিনি হোচলা গ্রামের মুকুন্দ বাগচীর ছেলে। মধু পেশায় কৃষক।
কারা কেন মধুকে কুপিয়ে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবারের বরাত দিয়ে ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম দেশ রূপান্তরকে বলেন, বাড়িতে ঢুকে অচেনা দুর্বৃত্তরা মধু বাগচীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণে মধুর মৃত্যু হয়ে থাকতে পারে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হত্যার কারণ সম্পর্কে মধুর পরিবার কিছু জানাতে পারেনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার মানসা বাহিদিয়া ইউনিয়নের হোচলা গ্রামে এই হত্যাকা- ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মধু বাগচী (৩৪)। তিনি হোচলা গ্রামের মুকুন্দ বাগচীর ছেলে। মধু পেশায় কৃষক।
কারা কেন মধুকে কুপিয়ে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবারের বরাত দিয়ে ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম দেশ রূপান্তরকে বলেন, বাড়িতে ঢুকে অচেনা দুর্বৃত্তরা মধু বাগচীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণে মধুর মৃত্যু হয়ে থাকতে পারে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হত্যার কারণ সম্পর্কে মধুর পরিবার কিছু জানাতে পারেনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।