আলোচনা সভায় গয়েশ্বর
সরকার করোনাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
বিগত দিনের মতো সরকার আবারও করোনাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি। বিএনপির শক্তি সরকার পরিমাপ করতে পেরেছে। আর সে কারণেই সরকার করোনা নামক বিধিনিষেধের অস্ত্রটি ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের জরিপেও ৮৮ শতাংশ মানুষ বলছে রাজনৈতিক কারণে বাংলাদেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’
তিনি বলেন, ‘হয়তো বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে যাওয়ার পর্বটা শেষ হবে। তবে কারাগার ফাঁকা থাকবে না। দুর্নীতি, সন্ত্রাসসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ক্ষমতাসীনদের কারাগারে যেতে হবে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

বিগত দিনের মতো সরকার আবারও করোনাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি। বিএনপির শক্তি সরকার পরিমাপ করতে পেরেছে। আর সে কারণেই সরকার করোনা নামক বিধিনিষেধের অস্ত্রটি ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের জরিপেও ৮৮ শতাংশ মানুষ বলছে রাজনৈতিক কারণে বাংলাদেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’
তিনি বলেন, ‘হয়তো বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে যাওয়ার পর্বটা শেষ হবে। তবে কারাগার ফাঁকা থাকবে না। দুর্নীতি, সন্ত্রাসসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ক্ষমতাসীনদের কারাগারে যেতে হবে।’