ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আফসান চৌধুরীসহ ছয়জন প্রবীণ ও নবীন লেখক ২০১৯-২০২০ সালের জন্য জিতে নিলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমোনি হলে এই পুরস্কার প্রদান করা হয়।
এক দশক যাবৎ লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। এ বছর ছিল পুরস্কারটির দশম আয়োজন। ২০১৯ সালের জন্য প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী ‘দীক্ষাগুরুর তৎপরতা’ গ্রন্থের জন্য। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে হেলাল হাফিজ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ গ্রন্থের জন্য। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং মোজাফ্ফর হোসেন ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প : ছোটগল্পের শিল্প ও রূপান্তর’ গ্রন্থের জন্য ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী হন।
২০২০ সালের জন্য আফসান চৌধুরী ‘১৯৭১ গণনির্যাতন : গণহত্যা কাঠামো, বিবরণ ও পরিসর’ গ্রন্থের জন্য। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে মোহাম্মদ রফিক ‘পথিক পরান’ গ্রন্থের জন্য। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং রঞ্জনা বিশ^াস ‘বাংলাদেশের লোকধর্ম’ গ্রন্থের জন্য ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রকাশক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ও দৈনিক সমকাল ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন। দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে যোগ দেন।
‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ এবং ‘কবিতা ও কথাসাহিত্য’ এ দুই শ্রেণির প্রত্যেককে পুরস্কার হিসেবে দুই লাখ টাকা করে এবং ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী পান এক লাখ টাকা করে। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মাননাপত্রও প্রদান করা হয়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আফসান চৌধুরীসহ ছয়জন প্রবীণ ও নবীন লেখক ২০১৯-২০২০ সালের জন্য জিতে নিলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমোনি হলে এই পুরস্কার প্রদান করা হয়।
এক দশক যাবৎ লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। এ বছর ছিল পুরস্কারটির দশম আয়োজন। ২০১৯ সালের জন্য প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী ‘দীক্ষাগুরুর তৎপরতা’ গ্রন্থের জন্য। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে হেলাল হাফিজ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ গ্রন্থের জন্য। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং মোজাফ্ফর হোসেন ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প : ছোটগল্পের শিল্প ও রূপান্তর’ গ্রন্থের জন্য ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী হন।
২০২০ সালের জন্য আফসান চৌধুরী ‘১৯৭১ গণনির্যাতন : গণহত্যা কাঠামো, বিবরণ ও পরিসর’ গ্রন্থের জন্য। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে মোহাম্মদ রফিক ‘পথিক পরান’ গ্রন্থের জন্য। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং রঞ্জনা বিশ^াস ‘বাংলাদেশের লোকধর্ম’ গ্রন্থের জন্য ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রকাশক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ও দৈনিক সমকাল ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন। দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে যোগ দেন।
‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ এবং ‘কবিতা ও কথাসাহিত্য’ এ দুই শ্রেণির প্রত্যেককে পুরস্কার হিসেবে দুই লাখ টাকা করে এবং ‘হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী পান এক লাখ টাকা করে। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মাননাপত্রও প্রদান করা হয়।