সবুজবাগে কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
রাজধানীর সবুজবাগে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু হয়েছে। এদিকে শাহবাগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক আবির দেবনাথ জানান, গতকাল দুপুরে সবুজবাগের মায়াকানন এলাকার ৪৩/২৩ নং বাসা থেকে আকাশ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। আকাশ তার খালা ও নানির কাছে থাকত। বাবা-মা নেই তার। মা-বাবার ভালোবাসা না পাওয়ায় সে কিছুটা বদরাগী ছিল। লেখাপড়া করত না। সোমবার রাতে তার খালার সঙ্গে জাতীয় পরিচয়পত্র করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় আকাশ।
হাসপাতালে হাজতির মৃত্যু : ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেজাউল করিম (৫০) নামে এক হাজতি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কারারক্ষী মোসেফ খান জানান, গতকাল সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেজাউল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হয়। তার বাবার নাম মৃত হাজী লাল মিয়া।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

রাজধানীর সবুজবাগে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু হয়েছে। এদিকে শাহবাগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক আবির দেবনাথ জানান, গতকাল দুপুরে সবুজবাগের মায়াকানন এলাকার ৪৩/২৩ নং বাসা থেকে আকাশ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। আকাশ তার খালা ও নানির কাছে থাকত। বাবা-মা নেই তার। মা-বাবার ভালোবাসা না পাওয়ায় সে কিছুটা বদরাগী ছিল। লেখাপড়া করত না। সোমবার রাতে তার খালার সঙ্গে জাতীয় পরিচয়পত্র করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় আকাশ।
হাসপাতালে হাজতির মৃত্যু : ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেজাউল করিম (৫০) নামে এক হাজতি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কারারক্ষী মোসেফ খান জানান, গতকাল সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেজাউল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হয়। তার বাবার নাম মৃত হাজী লাল মিয়া।