শতাধিক নেতা আব্বাসীর এলডিপিতে
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০
কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগী শতাধিক নেতা আবদুল করীম আব্বাসীর নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে আব্বাসীর নেতৃত্বাধীন এলডিপিতে যোগদান করেন। এ সময় এলডিপির একাংশের সভাপতি আব্বাসী ছাড়াও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অন্যরা।
আব্বাসীর দলে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেনÑ অলির এলডিপির সহসভাপতি আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, গণতান্ত্রিক যুবদলের সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়সাল, গণতান্ত্রিক ওলামা দলের মাওলানা বদরুদ্দোজা, মাওলানা আবদুল হাই নোমান, মহানগর দক্ষিণের এএসএম মহিউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী।
গত বৃহস্পতিবার অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী ও যুগ্ম মহাসচিব তমিজউদদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলির এলডিপি থেকে শতাধিক নেতা পদত্যাগ করেছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০

কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগী শতাধিক নেতা আবদুল করীম আব্বাসীর নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে আব্বাসীর নেতৃত্বাধীন এলডিপিতে যোগদান করেন। এ সময় এলডিপির একাংশের সভাপতি আব্বাসী ছাড়াও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অন্যরা।
আব্বাসীর দলে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেনÑ অলির এলডিপির সহসভাপতি আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, গণতান্ত্রিক যুবদলের সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়সাল, গণতান্ত্রিক ওলামা দলের মাওলানা বদরুদ্দোজা, মাওলানা আবদুল হাই নোমান, মহানগর দক্ষিণের এএসএম মহিউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী।
গত বৃহস্পতিবার অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী ও যুগ্ম মহাসচিব তমিজউদদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলির এলডিপি থেকে শতাধিক নেতা পদত্যাগ করেছেন।