তিন সন্ধ্যায় ‘শিখন্ডী কথা’
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০
রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে নাটক ‘শিখন্ডী কথা’। তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’ সমাজের মানুষের সুখ-দুঃখ নিয়ে নাটকটি মঞ্চে এনেছে মহাকাল নাট্য সম্প্রদায়। আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন।
মহাকাল নাট্য সম্প্রদায় জানায়, টানা তিন সন্ধ্যায় তিনটি প্রদর্শনী হবে এই নাটকের। আজ শনিবার একই সময়ে একই মঞ্চে হবে নাটকটির ১৮০তম মঞ্চায়ন। কাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ‘শিখন্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন।
নির্দেশক জানান, ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্ম গ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। তার নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। এ নিয়ে নাটকের কাহিনী।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০

রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে নাটক ‘শিখন্ডী কথা’। তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’ সমাজের মানুষের সুখ-দুঃখ নিয়ে নাটকটি মঞ্চে এনেছে মহাকাল নাট্য সম্প্রদায়। আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন।
মহাকাল নাট্য সম্প্রদায় জানায়, টানা তিন সন্ধ্যায় তিনটি প্রদর্শনী হবে এই নাটকের। আজ শনিবার একই সময়ে একই মঞ্চে হবে নাটকটির ১৮০তম মঞ্চায়ন। কাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ‘শিখন্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন।
নির্দেশক জানান, ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্ম গ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। তার নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। এ নিয়ে নাটকের কাহিনী।
শেয়ার করুন