ছাত্রলীগের সম্মেলন নিয়ে তোপের মুখে জয়-লেখক
ঢাবি প্রতিনিধি | ১৫ মে, ২০২২ ০০:০০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনার পরও সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের ৩০তম সম্মেলন পেছানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এলে সম্মেলন নিয়ে সদুত্তর না দেওয়ায় তাদের দুজনকে অবরুদ্ধ করেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়ে ছাড়া পান জয় ও লেখক।
এ বিষয়ে ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও তারা (জয়-লেখক) সম্মেলন দিচ্ছেন না। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও তারা সম্মেলন পেছানোর চেষ্টা করছেন। আজ মধুর ক্যান্টিনে আমরা তাদের অবরুদ্ধ করি। পরে দুজনই দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণার কথা জানান।’
ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক নির্দেশ দেওয়ার পরও কেন তারিখ দেওয়া হচ্ছে না, জানতে চাইলে জয় ও লেখক বলেনÑ ‘সম্মেলনের সিদ্ধান্ত ওবায়দুল কাদেরের ব্যক্তিগত, এটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না।’ পরে আমাদের তোপের মুখে তারা স্বীকার করেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথায় ওবায়দুল কাদের জানিয়েছেনÑ শিগগিরই সম্মেলনের তারিখ দেওয়া হবে।’
২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন হয়। এরপর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। নৈতিক স্খলনের অভিযোগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর শোভন-রাব্বানীকে সরিয়ে জয় ও লেখককে দায়িত্ব দেওয়া হয়।
গত ১০ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগসহ দুটি সহযোগী সংগঠনকে সম্মেলনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। সভায় উপস্থিত ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সেলের সঙ্গে যোগাযোগ করে তারিখ নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এখন পর্যন্ত দপ্তর সেলে কোনো সিদ্ধান্ত জানাননি জয় ও লেখক। এরই মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনে এসে নেতাদের তোপে পড়েন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ, সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইমরান, উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন প্রমুখ।
শেয়ার করুন
ঢাবি প্রতিনিধি | ১৫ মে, ২০২২ ০০:০০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনার পরও সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের ৩০তম সম্মেলন পেছানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এলে সম্মেলন নিয়ে সদুত্তর না দেওয়ায় তাদের দুজনকে অবরুদ্ধ করেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়ে ছাড়া পান জয় ও লেখক।
এ বিষয়ে ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও তারা (জয়-লেখক) সম্মেলন দিচ্ছেন না। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও তারা সম্মেলন পেছানোর চেষ্টা করছেন। আজ মধুর ক্যান্টিনে আমরা তাদের অবরুদ্ধ করি। পরে দুজনই দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণার কথা জানান।’
ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক নির্দেশ দেওয়ার পরও কেন তারিখ দেওয়া হচ্ছে না, জানতে চাইলে জয় ও লেখক বলেনÑ ‘সম্মেলনের সিদ্ধান্ত ওবায়দুল কাদেরের ব্যক্তিগত, এটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না।’ পরে আমাদের তোপের মুখে তারা স্বীকার করেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথায় ওবায়দুল কাদের জানিয়েছেনÑ শিগগিরই সম্মেলনের তারিখ দেওয়া হবে।’
২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন হয়। এরপর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। নৈতিক স্খলনের অভিযোগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর শোভন-রাব্বানীকে সরিয়ে জয় ও লেখককে দায়িত্ব দেওয়া হয়।
গত ১০ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগসহ দুটি সহযোগী সংগঠনকে সম্মেলনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। সভায় উপস্থিত ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সেলের সঙ্গে যোগাযোগ করে তারিখ নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এখন পর্যন্ত দপ্তর সেলে কোনো সিদ্ধান্ত জানাননি জয় ও লেখক। এরই মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনে এসে নেতাদের তোপে পড়েন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ, সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইমরান, উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন প্রমুখ।