ওয়াইফাইয়ের আওতায় আসছে ৩৯ হাজার স্কুল
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ০০:০০
দেশের ৬১ জেলায় ৩৯ হাজার ৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াইফাইয়ের আওতায় এসেছে। ইতিমধ্যে প্রায় ১৬ হাজার স্কুলে ওয়াইফাইসহ ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। এ সপ্তাহ থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাকি ২৩ হাজার ২৭৫টি স্কুলের জন্য ওয়াইফাই সিস্টেম ও সিম কার্ড বিতরণ শুরু হয়েছে। গত রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ৬১ জেলার ৩৯ হাজার ৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য গ্রামীণফোন লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১ হাজার স্কুলে এবং দ্বিতীয় পর্যায়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১৫ হাজার ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে। এখন তৃতীয় পর্যায়ে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ২৩ হাজার ২৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ০০:০০

দেশের ৬১ জেলায় ৩৯ হাজার ৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াইফাইয়ের আওতায় এসেছে। ইতিমধ্যে প্রায় ১৬ হাজার স্কুলে ওয়াইফাইসহ ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। এ সপ্তাহ থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাকি ২৩ হাজার ২৭৫টি স্কুলের জন্য ওয়াইফাই সিস্টেম ও সিম কার্ড বিতরণ শুরু হয়েছে। গত রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ৬১ জেলার ৩৯ হাজার ৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য গ্রামীণফোন লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১ হাজার স্কুলে এবং দ্বিতীয় পর্যায়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১৫ হাজার ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে। এখন তৃতীয় পর্যায়ে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ২৩ হাজার ২৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে।