৯ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে কিচেন অ্যান্ড বাথ এক্সপো
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ০০:০০
নয়টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ-২০২২’। আগামী ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপো অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের মার্কেটিং বিভাগের পরিচালক নাসিমুর রহমান। আগামী ২ জুন এ মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তুরস্ক, জাপান, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, চীন ও বাংলাদেশের মোট ৬০টি ব্র্যান্ড অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ০০:০০

নয়টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ-২০২২’। আগামী ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপো অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের মার্কেটিং বিভাগের পরিচালক নাসিমুর রহমান। আগামী ২ জুন এ মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তুরস্ক, জাপান, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, চীন ও বাংলাদেশের মোট ৬০টি ব্র্যান্ড অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
শেয়ার করুন