সোনা চোরাচালানে বিমানের অনেকেই জড়িত : প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৭ মে, ২০২২ ০০:০০
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বিমানের কেউ না কেউ সোনা চোরাচালানে জড়িত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা এসব অপকর্মে জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। গত বুধবার রাতে বিএফসিসির এক কর্মী সোনাসহ গ্রেপ্তার হওয়ার পর পরিদর্শনে আসেন তিনি।
মাহবুল আলী বলেন, ‘গতকাল (বুধবার) আটক হওয়া আবদুল আজিজের ডিউটি খাবার দেওয়ার গাড়ি, ক্যারিয়ারে ছিল না। তার সঙ্গে অনেকে জড়িত। তার কাছে কেউ না কেউ হস্তান্তর করেছে। এ বিষয়ে বিমান থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। যাকে আটক করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ মে, ২০২২ ০০:০০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বিমানের কেউ না কেউ সোনা চোরাচালানে জড়িত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা এসব অপকর্মে জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। গত বুধবার রাতে বিএফসিসির এক কর্মী সোনাসহ গ্রেপ্তার হওয়ার পর পরিদর্শনে আসেন তিনি।
মাহবুল আলী বলেন, ‘গতকাল (বুধবার) আটক হওয়া আবদুল আজিজের ডিউটি খাবার দেওয়ার গাড়ি, ক্যারিয়ারে ছিল না। তার সঙ্গে অনেকে জড়িত। তার কাছে কেউ না কেউ হস্তান্তর করেছে। এ বিষয়ে বিমান থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। যাকে আটক করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে।