গাজীপুরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল
গাজীপুর প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০
আন্তর্জাতিক দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া। গতকাল বুধবার সকালে তিনি গাজীপুর সিটি করপোরেশনে এসে পৌঁছলে ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণ তাকে স্বাগত জানান।
পরে দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সভাকক্ষে জাইকার অর্থায়নে গাজীপুর সিটির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা হয়। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, জাইকা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিরোকি ওয়াতানাবে, জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিস সানজিদা হক ও সিটি গভর্ন্যান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা।
এর আগে প্রধান অতিথি জাইকার অর্থায়নে নির্মিত টঙ্গী-বাদাম রোড উদ্বোধন করে ফলক উন্মোচন করেন। এছাড়া টঙ্গী কলেজ গেট থেকে বলনমালা পর্যন্ত রাস্তা, নগরীর হাজীর পুকুর এলাকায় প্রোডাকশন টিউবওয়েল প্রকল্প এবং গাজীপুরের রেলগেটে ফ্লাইওভার নির্মাণের জায়গা পরিদর্শন করেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল জানান, ২০১৬ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশনে জাইকার প্রকল্পের ৪৪২ কোটি টাকার কাজ হয়েছে। এছাড়া নতুন করে আরও ৭০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প ইতিমধ্যে একনেকের সভায় অনুমোদন পেয়েছে। যার অর্থায়ন করছে জাইকা। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে জাইকার অর্থায়নে যেসব কাজ সম্পন্ন হয়েছে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া সেসব কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি গাজীপুর সিটির উন্নয়ন কর্মকা-ে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।’
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০

আন্তর্জাতিক দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া। গতকাল বুধবার সকালে তিনি গাজীপুর সিটি করপোরেশনে এসে পৌঁছলে ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণ তাকে স্বাগত জানান।
পরে দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সভাকক্ষে জাইকার অর্থায়নে গাজীপুর সিটির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা হয়। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, জাইকা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিরোকি ওয়াতানাবে, জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিস সানজিদা হক ও সিটি গভর্ন্যান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা।
এর আগে প্রধান অতিথি জাইকার অর্থায়নে নির্মিত টঙ্গী-বাদাম রোড উদ্বোধন করে ফলক উন্মোচন করেন। এছাড়া টঙ্গী কলেজ গেট থেকে বলনমালা পর্যন্ত রাস্তা, নগরীর হাজীর পুকুর এলাকায় প্রোডাকশন টিউবওয়েল প্রকল্প এবং গাজীপুরের রেলগেটে ফ্লাইওভার নির্মাণের জায়গা পরিদর্শন করেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল জানান, ২০১৬ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশনে জাইকার প্রকল্পের ৪৪২ কোটি টাকার কাজ হয়েছে। এছাড়া নতুন করে আরও ৭০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প ইতিমধ্যে একনেকের সভায় অনুমোদন পেয়েছে। যার অর্থায়ন করছে জাইকা। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে জাইকার অর্থায়নে যেসব কাজ সম্পন্ন হয়েছে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া সেসব কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি গাজীপুর সিটির উন্নয়ন কর্মকা-ে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।’