জয়পুরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের বিদেশের সাহায্যের দিকে তাকাতে হবে না
জয়পুরহাট প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনোদিন আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না। আর কোনোদিন আমাদের বিদেশের সাহায্যের দিকে তাকাতে হবে না, আমরা পারি তা আমরা দেখিয়ে দিয়েছি। ২০৪১ সালে আমাদের নতুন প্রজন্মরা আমাদের সেই জায়গায় নিয়ে যাবে, যার স্বপ্ন আমরা দেখছি। গতকাল বুধবার বিকেলে জয়পুরহাটে শহরের সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গি, মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।
শেয়ার করুন
জয়পুরহাট প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনোদিন আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না। আর কোনোদিন আমাদের বিদেশের সাহায্যের দিকে তাকাতে হবে না, আমরা পারি তা আমরা দেখিয়ে দিয়েছি। ২০৪১ সালে আমাদের নতুন প্রজন্মরা আমাদের সেই জায়গায় নিয়ে যাবে, যার স্বপ্ন আমরা দেখছি। গতকাল বুধবার বিকেলে জয়পুরহাটে শহরের সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গি, মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।
শেয়ার করুন