শিবচরে র্যাব ডিজি
জনসভাস্থলসহ পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০
র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে র্যাবের আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিটি সদস্য তৎপর আছে এবং র্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।’
শেয়ার করুন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০

র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে র্যাবের আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিটি সদস্য তৎপর আছে এবং র্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।’
শেয়ার করুন