রিজভী বললেন
গণআন্দোলন আঁচ করতে পেরে ভীত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন দুর্বার গণআন্দোলন আঁচ করতে পেরে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে তিনি নতুন নতুন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন।’ গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে’ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই প্রধানমন্ত্রীর মুখে এ জাতীয় হাস্যকর নাটুকে কথাবার্তা বেশি বেশি শোনা যায়। কারণ উনি নিজে সারাক্ষণ ষড়যন্ত্র আর নীলনকশায় ডুবে থাকেন কীভাবে রাতে বা দিনেদুপুরে ভোটডাকাতি করা যায়।’
রিজভী বলেন, ‘ভোলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। তাদের এ হত্যাকা- পূর্বপরিকল্পিত। সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে পুলিশ দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে গুলি চালিয়েছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলির নির্দেশদাতা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা। ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আকরাম হোসেন এবং ওসি এনায়েত হোসেন। তাদের পরিবারও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন দুর্বার গণআন্দোলন আঁচ করতে পেরে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে তিনি নতুন নতুন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন।’ গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে’ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই প্রধানমন্ত্রীর মুখে এ জাতীয় হাস্যকর নাটুকে কথাবার্তা বেশি বেশি শোনা যায়। কারণ উনি নিজে সারাক্ষণ ষড়যন্ত্র আর নীলনকশায় ডুবে থাকেন কীভাবে রাতে বা দিনেদুপুরে ভোটডাকাতি করা যায়।’
রিজভী বলেন, ‘ভোলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। তাদের এ হত্যাকা- পূর্বপরিকল্পিত। সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে পুলিশ দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে গুলি চালিয়েছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলির নির্দেশদাতা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা। ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আকরাম হোসেন এবং ওসি এনায়েত হোসেন। তাদের পরিবারও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।