সিলেটে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্তর্ষি দাস সপ্ত (৩০) গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, সপ্তর্ষি দাসের বাসা নগরীর আখালিয়া এলাকায়। তিনি একটি বেসরকারি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান নাবিলা এন্টারপ্রাইজে চাকরি করেন।
তিনি নিখোঁজ হওয়ায় নাবিলা এন্টারপ্রাইজের কর্মকর্তা শামসুল ইসলাম থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে সপ্তর্ষি বৃহস্পতিবার সন্ধ্যায় তার কর্মস্থল দরগাগেইট এলাকা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। রাত সাড়ে ৯টা থেকে তার মোবাইল ফোনও বন্ধ দেখাচ্ছে।
বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির জানান, সপ্তর্ষি দাসের খোঁজ পেতে তথ্যপ্রযুক্তিসহ নানা মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্তর্ষি দাস সপ্ত (৩০) গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, সপ্তর্ষি দাসের বাসা নগরীর আখালিয়া এলাকায়। তিনি একটি বেসরকারি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান নাবিলা এন্টারপ্রাইজে চাকরি করেন।
তিনি নিখোঁজ হওয়ায় নাবিলা এন্টারপ্রাইজের কর্মকর্তা শামসুল ইসলাম থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে সপ্তর্ষি বৃহস্পতিবার সন্ধ্যায় তার কর্মস্থল দরগাগেইট এলাকা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। রাত সাড়ে ৯টা থেকে তার মোবাইল ফোনও বন্ধ দেখাচ্ছে।
বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির জানান, সপ্তর্ষি দাসের খোঁজ পেতে তথ্যপ্রযুক্তিসহ নানা মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।