না.গঞ্জে প্রতারক চক্রের দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
নারায়ণগঞ্জে এক যুবককে প্রতারণা করে ডেকে এনে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মোক্তার সরদার নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফতুল্লা থানার শিয়াচর এলাকা থেকে ‘ব্ল্যাকমেল’ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার শিকার মোক্তার সরদারের স্ত্রী নাজমা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। মোক্তার বরিশালের হিজলা থানার লক্ষ্মীপুরের সেকান্দার সরদারের ছেলে এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খলামুড়া জিয়ানগরীর আলী আহমেদের বাড়ির ভাড়াটে। তিনি পাগলা ভাসমান রেস্তোরাঁ মেরি এন্ডারসনের কর্মচারী।
গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের রিয়াজ ও ফতুল্লার শিয়াচর এলাকার মোসা. রুমা বেগম (৩০)।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। অভিযানের সময় মাদক সেবনের বেশ কিছু আলামত পাওয়া গেছে। নারী দিয়ে ফাঁদ পেতে অর্থ আদায়ের বিষয়টি তারা দীর্ঘদিন করে আসছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
শেয়ার করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

নারায়ণগঞ্জে এক যুবককে প্রতারণা করে ডেকে এনে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মোক্তার সরদার নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফতুল্লা থানার শিয়াচর এলাকা থেকে ‘ব্ল্যাকমেল’ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার শিকার মোক্তার সরদারের স্ত্রী নাজমা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। মোক্তার বরিশালের হিজলা থানার লক্ষ্মীপুরের সেকান্দার সরদারের ছেলে এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খলামুড়া জিয়ানগরীর আলী আহমেদের বাড়ির ভাড়াটে। তিনি পাগলা ভাসমান রেস্তোরাঁ মেরি এন্ডারসনের কর্মচারী।
গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের রিয়াজ ও ফতুল্লার শিয়াচর এলাকার মোসা. রুমা বেগম (৩০)।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। অভিযানের সময় মাদক সেবনের বেশ কিছু আলামত পাওয়া গেছে। নারী দিয়ে ফাঁদ পেতে অর্থ আদায়ের বিষয়টি তারা দীর্ঘদিন করে আসছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।