কলেজ থেকে বাসার উদ্দেশ্যে যাত্রী ছাউনিতে এসেছে চার সহপাঠী। বেঞ্চে পর্যাপ্ত জায়গা নেই; অল্প জায়গায় আঁটোসাঁটো হয়ে বসে আছে তারা। বামপাশে একজন হকার মোবাইল সিম বিক্রি করছে। ডানপাশে ফ্লোরে বসে একটি শিশুকে ঘুম…