বিমানের দরজা বন্ধ করতে গিয়ে পড়ে গেলেন কেবিন ক্রু
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৭:১৫
এয়ার ইন্ডিয়ার বিমানের দরজা বন্ধ করার সময় টারম্যাকে পড়ে গেলেন এক কেবিন ক্রু। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
আনন্দবাজার জানিয়েছে, হর্ষা লোবো নামে বছর ৫৩ বছর বয়সী ওই কেবিন ক্রুকে নানবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সকালে মুম্বাই থেকে দিল্লিগামী এআই ৮৬৪ বিমানটি ছাড়ার আগে হর্ষা দরজা বন্ধ করতে গিয়েছিলেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেবিন ক্রু হর্ষা লোবো বিমানের দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে যান। তার পায়ে আঘাত লেগেছে। তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত সপ্তাহেই দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রিচি বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। এর পরেও বিমানটি উড়ে যায়। ওই ঘটনার পর বিশ্বজুড়েই সমালোচনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়া।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৭:১৫

এয়ার ইন্ডিয়ার বিমানের দরজা বন্ধ করার সময় টারম্যাকে পড়ে গেলেন এক কেবিন ক্রু। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
আনন্দবাজার জানিয়েছে, হর্ষা লোবো নামে বছর ৫৩ বছর বয়সী ওই কেবিন ক্রুকে নানবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সকালে মুম্বাই থেকে দিল্লিগামী এআই ৮৬৪ বিমানটি ছাড়ার আগে হর্ষা দরজা বন্ধ করতে গিয়েছিলেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেবিন ক্রু হর্ষা লোবো বিমানের দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে যান। তার পায়ে আঘাত লেগেছে। তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত সপ্তাহেই দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রিচি বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। এর পরেও বিমানটি উড়ে যায়। ওই ঘটনার পর বিশ্বজুড়েই সমালোচনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়া।
শেয়ার করুন