সাইকেল চালালে বিয়ার ফ্রি!
অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৮ ১৬:২৭
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ নিয়ে উদ্বেগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এর অংশ হিসেবে গাড়ির পরিবর্তে পরিবেশবান্ধব যান ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করতে সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়া নিয়েছে অভিনব এক উদ্যোগ। সেখানে গাড়ির পরিবর্তে বাইসাইকেল চালালে বিনা পয়সায় দেওয়া হচ্ছে বিয়ার।
বিবিসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানো বা ভ্রমণের জন্য যেসব নাগরিক বাইসাইকেল, গণপরিবহন বা হাঁটার মতো মাধ্যম বেছে নিচ্ছে, তাদের বিনামূল্যে বিয়ার দিয়ে পুরস্কৃত করছে বোলোনিয়া কর্তৃপক্ষ। এজন্য ব্যবহার করা হচ্ছে ‘বেলা মোসা’ (গুড জব) নামের এক অ্যাপ।
আর এই অ্যাপ ব্যবহারও খুব সহজ। এজন্য স্মার্টফোনে ‘বেটার পয়েন্টস’ অ্যাপ ডাউনলোড করে লগ-ইন করতে হবে পরিবেশবান্ধব ভ্রমণে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বোলোনিয়ার ১০০টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। দিনের যে কোনো সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাপ ব্যবহারকারী নিতে পারবেন তার পুরস্কারের বিয়ার। এছাড়া মজার কিছু প্রতিযোগিতার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে নিজের পরিবেশবান্ধব ভ্রমণের অগ্রগতি তুলনার সুযোগ রয়েছে কর্মসূচির আওতায়।
বোলোনিয়ার নাগরিকদের সবুজ ভ্রমণে উৎসাহিত করতে গত বছর নগর পরিকল্পনাকারী মার্কো আমাদোরি তৈরি করেন অ্যাপটি। বোলোনিয়া সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে এগিয়ে চলেছে এই প্রকল্প। ২০১৭ সালে এই অ্যাপ ২২ লাখ মাইল পরিবেশবান্ধব ভ্রমণের রেকর্ড করেছে। ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে পেয়েছেন নানা পুরস্কার।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৮ ১৬:২৭

বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ নিয়ে উদ্বেগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এর অংশ হিসেবে গাড়ির পরিবর্তে পরিবেশবান্ধব যান ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করতে সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়া নিয়েছে অভিনব এক উদ্যোগ। সেখানে গাড়ির পরিবর্তে বাইসাইকেল চালালে বিনা পয়সায় দেওয়া হচ্ছে বিয়ার।
বিবিসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানো বা ভ্রমণের জন্য যেসব নাগরিক বাইসাইকেল, গণপরিবহন বা হাঁটার মতো মাধ্যম বেছে নিচ্ছে, তাদের বিনামূল্যে বিয়ার দিয়ে পুরস্কৃত করছে বোলোনিয়া কর্তৃপক্ষ। এজন্য ব্যবহার করা হচ্ছে ‘বেলা মোসা’ (গুড জব) নামের এক অ্যাপ।
আর এই অ্যাপ ব্যবহারও খুব সহজ। এজন্য স্মার্টফোনে ‘বেটার পয়েন্টস’ অ্যাপ ডাউনলোড করে লগ-ইন করতে হবে পরিবেশবান্ধব ভ্রমণে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বোলোনিয়ার ১০০টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। দিনের যে কোনো সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাপ ব্যবহারকারী নিতে পারবেন তার পুরস্কারের বিয়ার। এছাড়া মজার কিছু প্রতিযোগিতার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে নিজের পরিবেশবান্ধব ভ্রমণের অগ্রগতি তুলনার সুযোগ রয়েছে কর্মসূচির আওতায়।
বোলোনিয়ার নাগরিকদের সবুজ ভ্রমণে উৎসাহিত করতে গত বছর নগর পরিকল্পনাকারী মার্কো আমাদোরি তৈরি করেন অ্যাপটি। বোলোনিয়া সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে এগিয়ে চলেছে এই প্রকল্প। ২০১৭ সালে এই অ্যাপ ২২ লাখ মাইল পরিবেশবান্ধব ভ্রমণের রেকর্ড করেছে। ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে পেয়েছেন নানা পুরস্কার।