ইয়েমেনিদের জন্য টাকা তুলছে তুরস্কের ৯০ হাজার মসজিদ
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৭
ইয়েমেন যুদ্ধে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বড় ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ। দেশের মসজিদগুলো থেকে জন্য অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে তারা।
দেশটির সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানায়, ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত, অনাহারি, মহামারি রোগে আক্রান্ত লোকদের জন্য অর্থ সংগ্রহ করবে তুরস্কের ধর্ম বিষয়ক পরিচালনা বোর্ড (দিয়ানেত)। এ জন্য তারা দেশব্যাপী মসজিদে মসজিদে একটি কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার জুমার নামাজের পর দেশটির ৯০ হাজার মসজিদ থেকে এই অর্থ সংগ্রহ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা যে কোনো পরিমাণ অর্থ সহায়তা দিতে পারবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে সবার মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। চাইলে মোবাইলে অর্থ পাঠিয়েও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে যে কেউ। তবে সর্বনিম্ন ১০ টার্কিশ লিরা (১.৮৭ ডলার) দিতে অনুরোধ জানানো হয়।
শুক্রবার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র ইব্রাহিম কালিনের টুইট বার্তার মধ্যদিয়ে এই কর্মসূচি প্রথমে নজরে আসে। এতে তিনি বলেন, “ইয়েমেনবাসীর কান্নায় চুপ থাকবে না, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষুধা সংকটে আছে দেশটি।”
“চলুন আমরা ইয়েমেনি ভাইবোনদের সাহায্য এগিয়ে আসি।” এতে তিনি একটি হ্যাশট্যাগও দেন- “ডো নট রিমেইন সাইলেন্ট অ্যাবাউট ইয়েমেন” বলে।
২০১৪ সাল ইয়েমেনে সরকার ও শিয়াগোষ্ঠী হুথিদের ক্ষমতার দ্বন্দ্ব গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর নির্বাচিত সরকারের পক্ষে সৌদি আরব নেতৃত্বাধীন জোট যুদ্ধে যোগ দিলে দেশটির পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। এর মধ্যে বেসামরিক লোকসহ অন্তত ১০ হাজার মানুষ মারা গেছে এ যুদ্ধে। জাতিসংঘের মতে, দুর্ভিক্ষ ঝুঁকিতে আছে ১ কোটি ৪০ লাখ মানুষ।
এরই মধ্যে দেশটিতে মহামারি আকার ধারণ করেছে কলেরা। সৌদি জোটের বিমান হামলায় সেখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এবং বিশুদ্ধ খাবার পানির সরবরাহ বন্ধ থাকায় কলেরা ঝুঁকিতে মৃত্যুর মুখে আছে প্রায় ২০ লাখ মানুষ যার মধ্যে এক-চতুর্থাংশ শিশু।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৭

ইয়েমেন যুদ্ধে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বড় ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ। দেশের মসজিদগুলো থেকে জন্য অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে তারা।
দেশটির সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানায়, ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত, অনাহারি, মহামারি রোগে আক্রান্ত লোকদের জন্য অর্থ সংগ্রহ করবে তুরস্কের ধর্ম বিষয়ক পরিচালনা বোর্ড (দিয়ানেত)। এ জন্য তারা দেশব্যাপী মসজিদে মসজিদে একটি কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার জুমার নামাজের পর দেশটির ৯০ হাজার মসজিদ থেকে এই অর্থ সংগ্রহ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা যে কোনো পরিমাণ অর্থ সহায়তা দিতে পারবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে সবার মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। চাইলে মোবাইলে অর্থ পাঠিয়েও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে যে কেউ। তবে সর্বনিম্ন ১০ টার্কিশ লিরা (১.৮৭ ডলার) দিতে অনুরোধ জানানো হয়।
শুক্রবার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র ইব্রাহিম কালিনের টুইট বার্তার মধ্যদিয়ে এই কর্মসূচি প্রথমে নজরে আসে। এতে তিনি বলেন, “ইয়েমেনবাসীর কান্নায় চুপ থাকবে না, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষুধা সংকটে আছে দেশটি।”
“চলুন আমরা ইয়েমেনি ভাইবোনদের সাহায্য এগিয়ে আসি।” এতে তিনি একটি হ্যাশট্যাগও দেন- “ডো নট রিমেইন সাইলেন্ট অ্যাবাউট ইয়েমেন” বলে।
২০১৪ সাল ইয়েমেনে সরকার ও শিয়াগোষ্ঠী হুথিদের ক্ষমতার দ্বন্দ্ব গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর নির্বাচিত সরকারের পক্ষে সৌদি আরব নেতৃত্বাধীন জোট যুদ্ধে যোগ দিলে দেশটির পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। এর মধ্যে বেসামরিক লোকসহ অন্তত ১০ হাজার মানুষ মারা গেছে এ যুদ্ধে। জাতিসংঘের মতে, দুর্ভিক্ষ ঝুঁকিতে আছে ১ কোটি ৪০ লাখ মানুষ।
এরই মধ্যে দেশটিতে মহামারি আকার ধারণ করেছে কলেরা। সৌদি জোটের বিমান হামলায় সেখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এবং বিশুদ্ধ খাবার পানির সরবরাহ বন্ধ থাকায় কলেরা ঝুঁকিতে মৃত্যুর মুখে আছে প্রায় ২০ লাখ মানুষ যার মধ্যে এক-চতুর্থাংশ শিশু।