অনলাইনে ফল অর্ডার ‘দুষ্টু’ তোতার
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৩
রোকো স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতির।
কণ্ঠ নকল করে অনলাইনে ফল অর্ডার দিয়ে মালিকের চোখ কপালে তুলে দিয়েছে এক তোতাপাখি। কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজনের ‘ভয়েস ডিভাইস’ অ্যালেক্সা ব্যবহার করে নিজের পছন্দের ফল অর্ডার দেয় রোকো নামের আফ্রিকান গ্রে প্রজাতির ওই তোতাপাখি।
এই প্রজাতির তোতাকে পাখিদের মধ্যে অন্যতম শক্তিশালী মেধার অধিকারী মনে করা হয়। তারা এক হাজারের মতো শব্দ মনে রাখার পাশাপাশি উচ্চারণ করতে পারে।
রোকো স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতির। ইংল্যান্ডের জাতীয় প্রাণী কল্যাণ সংস্থা তার যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল। তার অশালীন ভাষায় দর্শনার্থীরা প্রায়ই বিব্রত হতেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোকোকে নিজের বাড়ি নিয়ে আসেন মারিওন নামের এক কর্মকর্তা।
নতুন বাড়িতে এসে আমাজনের অ্যালেক্সার ‘প্রেমে’ পড়ে যায় রোকো। মালিকের অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেই অর্ডার করতে শুরু করে। তার পছন্দের তালিকায় রয়েছে ব্রোকলি, তরমুজ, আইসক্রিম এবং কিশমিশ। এমনকি সে লাইট এবং ঘুড়িও অর্ডার করেছে। নিজের অ্যাকাউন্টে ঢোকার পর তোতার কাণ্ড নজরে আসে মারিওনের।
দুষ্টু পাখির এমন কাণ্ডে তিনি খুব একটা বিরক্ত হননি। দ্য টাইমসের সঙ্গে আলাপকালে বলেন, “মাঝে মাঝে আগেভাগে বাড়িতে এসে দেখি, সে গান ছেড়ে দিয়ে নাচে মেতে আছে। একদিন টের পেলাম আমার অজান্তে অনলাইনে অর্ডারও করেছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৩

কণ্ঠ নকল করে অনলাইনে ফল অর্ডার দিয়ে মালিকের চোখ কপালে তুলে দিয়েছে এক তোতাপাখি। কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজনের ‘ভয়েস ডিভাইস’ অ্যালেক্সা ব্যবহার করে নিজের পছন্দের ফল অর্ডার দেয় রোকো নামের আফ্রিকান গ্রে প্রজাতির ওই তোতাপাখি।
এই প্রজাতির তোতাকে পাখিদের মধ্যে অন্যতম শক্তিশালী মেধার অধিকারী মনে করা হয়। তারা এক হাজারের মতো শব্দ মনে রাখার পাশাপাশি উচ্চারণ করতে পারে।
রোকো স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতির। ইংল্যান্ডের জাতীয় প্রাণী কল্যাণ সংস্থা তার যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল। তার অশালীন ভাষায় দর্শনার্থীরা প্রায়ই বিব্রত হতেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোকোকে নিজের বাড়ি নিয়ে আসেন মারিওন নামের এক কর্মকর্তা।
নতুন বাড়িতে এসে আমাজনের অ্যালেক্সার ‘প্রেমে’ পড়ে যায় রোকো। মালিকের অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেই অর্ডার করতে শুরু করে। তার পছন্দের তালিকায় রয়েছে ব্রোকলি, তরমুজ, আইসক্রিম এবং কিশমিশ। এমনকি সে লাইট এবং ঘুড়িও অর্ডার করেছে। নিজের অ্যাকাউন্টে ঢোকার পর তোতার কাণ্ড নজরে আসে মারিওনের।
দুষ্টু পাখির এমন কাণ্ডে তিনি খুব একটা বিরক্ত হননি। দ্য টাইমসের সঙ্গে আলাপকালে বলেন, “মাঝে মাঝে আগেভাগে বাড়িতে এসে দেখি, সে গান ছেড়ে দিয়ে নাচে মেতে আছে। একদিন টের পেলাম আমার অজান্তে অনলাইনে অর্ডারও করেছে।”